বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কীর্তনখোলা ভাঙ্গন প্রতিরোধের কাজ উদ্বোধন 

কীর্তনখোলা ভাঙ্গন প্রতিরোধের কাজ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদকঃ “নদীর এপার ভাঙ্গে, ওপার গড়ে, এইতো নদীর খেলা” প্রবাদবাক্যটি ছিল বাঙ্গালীর অতি পরিচিত একটি শোলক। কালের বিবর্তনে এবং সরকারের  নদী ভাঙ্গনরোধকল্পে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফলে এই শ্লোগান এখন বিলীনের পথে। এই উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে গতকাল বিকাল ৫’টায় বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ কীর্তনখোলা নদী পাড়ের খলিফা বাড়ি থেকে সিকদার বাড়ি অংশে জিও ব্যাগের মাধ্যমে  ভাঙ্গন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সদস্য শরীফ আনিছুর রহমান। উদ্বোধনের পুর্বে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে আনিছুর রহমান বলেন,  বহুকাল পুর্ব থেকেই এই এলাকার মানুষ ছিল ভাঙ্গন কবলিত। স্বাধীনতার পরে বেশ কয়েকটি সরকার দেশ পরিচালনা করলেও আমার এলাকা রয়ে গেছে অবহেলিত।  বিষয়টি অনুধাবন করে আমি নির্বাচনের পুর্বে সমস্যা সমাধানের ওয়াদা করেছিলাম। কিন্তু নির্বাচিত হওয়ার পরেও প্রত্যাশিত অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাঙ্গন প্রতিরোধে কোন কিছু করতে পারছিলাম না। এক পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  স্নেহধন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল অবঃ জাহিদ ফারুক শামিম এর শরনাপন্ন হলে তিনি কিছুদিন পুর্বে সরজমিনে অত্র এলাকা পরিদর্শন করে অর্থ বরাদ্দের আশ্বাস দেন। তারই অংশ হিসেবে আজ আমরা এই কাজ শুরু করতে পেরেছি। এ জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ জানাই। অনুষ্ঠানে  আওয়ামী লীগ নেতা মঞ্জুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech