বরিশাল প্রতিনিধি:
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বরিশাল বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা আয়োজনে কারিতাস মিলনায়তন সাগরদী বরিশাল ২৭ মে শুক্রবার সকাল ১১ টায় ২ দিনব্যাপী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বরিশাল বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা, রাবেয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ সম্পাদক সংগঠন উপ পরিষদ কেন্দ্রীয় কমিটি উম্মে সালমা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ সম্পাদক লিগ্যাল এইড উপ পরিষদ কেন্দ্রীয় কমিটি রেখা সাহা, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, নারী নেত্রী নুরজাহান বেগমসহ বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের বিভাগের বিভিন্ন কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।