“জনগণের অংশীদারিত্বেই শান্তি ও সমৃদ্ধি”
প্রতিপাদ্যে আজ রবিবার, ২৯ মে ২০২২খ্রিঃ বেলা ১১ঃ০০ ঘটিকায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার বিএমপি (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেঞ্জ ডিআইজি বরিশাল, এস এম আখতারুজ্জামান ।
যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, অনুষ্ঠানের শুরুতেই
তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সভায় সভাপতি তার বক্তব্যে বলেন,
“বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের
ইতিবাচক ভূমিকার ফলে বিশ্বে আজ শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ সুপরিচিত। সিয়েরা লিয়নে আজ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। রাস্তাঘাটের নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবেও আমরা দেশের অর্থনীতিতে অসামান্য ভূমিকা রেখে চলছি। আমাদেরকে নিজ দেশের শান্তি প্রতিষ্ঠায় জনগণকে সম্পৃক্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করে যেতে হবে, তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে ।”
বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন, তথা সেসব দেশ পুনর্গঠনে এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী সাফল্যের শীর্ষে অবস্থান করছে।
এ সময় বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস রাসেল, পিপিএম-সেবা এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, এস এম তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান ‘পিপিএম-বার, শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি মেজর তানভীর রশিদ খান, জেলা প্রশাসক প্রতিনিধি এডিএম রকিবুর রহমান খান, ইউনিসেফ প্রতিনিধি, রেপিড একশন ব্যাটেলিয়ন, সিআইডি, এপিবিএন, টুরিস্ট পুলিশ, রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ ও সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ।