বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ঈগল পরিবহনের স্টাফদের হামলায় ৫ যাত্রী আহত: থানায় অভিযোগ

ঈগল পরিবহনের স্টাফদের হামলায় ৫ যাত্রী আহত: থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার:
বরিশালে ঈগল পরিবহনে স্টাফদের হামলায় ৫ জন যাত্রী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২৮মে) পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত যাত্রী মিজানুর রহমান নলছিটি থানায় অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি। এদিকে জানা গেছে, বাস স্টাফদের হামলায় আহতরা একই পরিবারের সদস্য। শুধুমাত্র মিজানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান বলেন,পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা  থেকে নলছিটিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে (ঢাকা মেট্রো ব ১৪৭৩১৬) ঈগল পরিবহনে উঠে পড়ি। এসময়ে বাস স্টাফরা সিটে বসতে হলে ২৫০ টাকার ভাড়া দিতে হবে বলে জানায়। অন্যথায়  তারা সিট দিবেন না। আমি রাজি হয়ে তাদেরকে মোট ১২৫০ টাকা দেই। কিন্তু খেপুপাড়া বাসস্টপে আসামাত্র আমাদেরকে সিট থেকে উঠতে বাধ্য করে। বলা হয় এটা ঢাকার যাত্রীদের জন্য বরাদ্দকৃত সিট। তাহলে এক টিকিটের ভাড়া একাধিক যাত্রীর কাছ থেকে নেওয়ার কারণ কি? জানতে চাইলে ক্ষিপ্ত হয় বাস স্টাফরা। পরে নলছিটি পৌঁছামাত্র আমার সাথে থাকা নারী যাত্রীদের ধাক্কা মেরে নামিয়ে দেয়। অন্যদিকে ঈগল পরিবহন বরিশাল বিভাগীয় ম্যানেজার মোঃ সোহেলের সঙ্গে সাক্ষাতে কথা হলে তিনি বলেন, বাসের সিটে বসা নিয়ে স্টাফদের সঙ্গে ঝামেলা হয়েছে। তবে একটি সিট অর্থাৎ টিকিট একাধিকবার বিক্রি করার বিষয়টি আমার জানা নেই। তবে গ্রামের বাড়ির সামনে গাড়ী পৌঁছামাত্র একজন পুরুষ যাত্রী রেগে গিয়ে বাসের গ্লাসে সজোড়ে আঘাত করলে তার হাত কেটে যায়। তাছাড়া থানায় অভিযোগের বিষয়টি আমার জানা নেই। নলছিটি থানার ওসি জানান, যাত্রী মারধরের ঘটনায় ঈগল পরিবহনের স্টাফদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech