বরিশাল অফিস:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেছেন, ছাত্রজীবনের মূল কাজ হচ্ছে সময়ের সদ্ব্য ব্যাবহার ও শিক্ষা অর্জন করা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী, কল্যানকামী ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষাই প্রকৃত শিক্ষা। ছাত্র জীবন বীজ বপনের সময়। ছাত্রজীবনে টার্গেট স্থির করে ভবিষ্যতের লক্ষ্যে কাজ করতে হবে। আগে আমাদের নিজের সমালোচনা করতে হবে। আত্মসমালোচনার মাধ্যমে সুন্দর একটি জীবন গড়ে তুলতে হবে। সে জন্য সাধনা পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা আসবে। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর কাশীপুর ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট এর হলরুমে শিক্ষার্থীদের সাথে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অর্ন্তদৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। তাই আমাদেরকে সঠিক শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। সব সময় সব কাজ করা যাবে না। মাদকের দিকে ধাবিত হওয়া যাবেনা। ইভটিজিং, নারী নির্যাতন বাল্য বিবাহ সমাজের একটি ব্যাধি। এ ব্যাধি থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্র জীবন বীজ বপনের সময়। ছাত্রজীবনে টার্গেট স্থির করে ভবিষ্যতের লক্ষ্যে কাজ করতে হবে। তোমার সকল অর্জন বিফল হবে যদি তুমি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পার। তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আগে থেকেই প্রতিরোধ ব্যাবস্থা গড়ে তুলতে হবে। এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের হাত থেকে সমাজকে রক্ষায় তাদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পার। মাদক নির্মূলে আমাদের অভিযান চলছে চলবে। সমাজ থেকে সকল প্রকার অপরাধ প্রবনতা কমিয়ে এনে একটি সুন্দর সমাজ উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. ইমরান চৌধুরী। এসময় ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ এম এ রহিম, এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।