বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিএমপি কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বিএমপি কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বিএমপি’র কোতোয়ালি  থানায় “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতেই শতভাগ  জবাবদিহিতা নিশ্চিতকল্পে যথারীতি  বিগত ওপেন হাউজ ডে’  তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন  কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের  সামনে পাঠ করে শোনানো হয়।

পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট  নানান বিষয়ে তাদের সমস্যা  তুলে ধরলে, প্রধান অতিথি মহোদয়  উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।  যাহার  বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

ওপেন হাউজ ডে’তে ভুক্তভোগীদের মধ্য থেকে বন্দর থানাধীন সিংহের কাঠি এলাকার জনাব রফিকুল ইসলাম মুরাদ জমি সংক্রান্ত বিরোধ রোধকল্পে ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত ওপেন হাউজ ডে’তে উপস্থিতি কামনা করেন।

ওপেন হাউজ ডে’তে হারানো মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া হয়।

প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে,জনসাধারনের কথা শুনেন।

উক্ত ওপেন হাউজ ডে’তে এ সময় আরো উপস্থিত ছিলেন,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক  বিএমপি জনাব শেখ মোহাম্মদ সেলিম,
সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল  থানা বিএমপি জনাব শারমিন সুলতানা রাখি  সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধরনের  সেবা প্রত্যাশী, সুশীল সমাজের নেতৃবৃন্দ,  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech