বরিশাল প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে উপজেলার লঞ্চ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার চরানল বুড়িংচং গ্রামের মো. সফিক হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (১৯), গাইবান্ধা জেলার পঞ্চবাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সুজন মিয়া (১৮), আখাউড়র বড় গাঙচড়িয়া গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে সাহাদাত হোসেন (১৮) ও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ানের চরহোগলা গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা (১৯)। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আটককৃত ফারুক, সুজন ও সাহাদাত ভোলার ইলিশা ঘাট থেকে একটি স্পীড বোটে করে মেহেন্দিগঞ্জের লঞ্চ ঘাট এসে নামে। এ সময় তাদের গন্তব্য পৌঁছে দিতে মেহেন্দিগঞ্জের মটরসাইকেল চালক আব্দুর রহমান মোল্লা আসে। তাদের গতিবিধি সন্দেহ জনক হলে স্থানীয়রা তাদের সাথে থাকা ব্যাগ চেক করে। এ সময় তাদের ব্যাগে গাঁজা দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যাগে থাকা ১২ কেজি গাঁজাসহ আটক করে। এসময় স্পীড বোটটি পালিয়ে যায়। ওসি আরও বলেন, আটককৃতদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন ও একটি মটরসাইকল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।