ডেস্ক রিপোর্ট:
অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন পর সুস্থ হয়ে আজ বুধবার সংসদে ফিরেছেন বিরোধী দলীয় নেত্রী জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন এরশাদ। রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চলে যান বিরোধী দলীয় এই নেত্রীর কাছে৷ এসময় প্রধানমন্ত্রীর সহমর্মিতা ও সম্মানবোধ দেখে অভিভূত হন রওশন এরশাদ।
প্রধানমন্ত্রীর পাশে এসময় আরও দেখা যায় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন ও মতিয়া চৌধুরীকে।