ডেস্ক রিপোর্ট:
একাত্তরের মুক্তিযুদ্ধে দুঃসাহসিক নৌ অভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী (৬৮) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত আড়াইটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামের মহব্বত আলী মুন্সী বাড়িতে নিজের বাসায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নৌ কমান্ডো আবু মুসা চৌধুরী মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট, অপারেশন আউটার অ্যাংকর, অপারেশন অ্যাভলুজসহ ছয়টি সফল নৌ অভিযানে অংশ নেন।
তখন তিনি দশম শ্রেণির ছাত্র ছিলেন। একাত্তরের ২ অক্টোবর চট্টগ্রাম বন্দরে গ্রিসের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘অ্যাভলুজ’ ধ্বংসের অভিযানে নেতৃত্ব দেন তিনি। বিশ্বব্যাপী আলোচিত ওই অভিযানে জাহাজে লিমপেট মাইন বেঁধেছিলেন মুসা। সেই মাইনের বিস্ফোরণে জাহাজটি ডুবে যায়।
১৬ বছর বয়সী মুসা বুড়িগঙ্গা-ধলেশ্বরী মোহনায় এমভি তুরাগ, নারায়ণগঞ্জে জাতিসংঘের রসদবাহী জাহাজ মিনি লেডি ও মিনি লায়ন এবং কাঁচপুর ফেরি ও পন্টুন ধ্বংস অভিযানেও অংশ নেন।