আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের কেরালায় মাঙ্কিপক্স আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হয়েছে। দুবাই ফেরত ৩১ বছর বয়সী ওই ব্যক্তি কেরালার কান্নুরের বাসিন্দা।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদন এ খবর দেওয়া হয়।
১৩ জুলাই দুবাই থেকে ভারতে আসা ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সংস্পর্শে আসা কারও শরীরে এখন মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায়নি বলেও জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, কান্নুরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই মাঙ্কিপক্স রোগীর অবস্থা স্থিতিশীল। তার সঙ্গে যোগাযোগকারীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে, গত ১৪ জুলাই কেরালায় ভারতের প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়। ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফেরেন।