আন্তর্জাতিক ডেস্ক :
ইউরোপের পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে মঙ্গলবার পর্যন্ত আগুনে পুড়ে গেছে ছয় হাজার একরেরও বেশি বনাঞ্চল।
এরই মধ্যে আগুন লোকালয়ে ঢুকে পড়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। খবর রয়টার্স।
দাউদাউ করে জ্বলা আগুনের লেলিহান শিখায় পুড়ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সোমারভেল কাউন্টি। এরই মধ্যে ভয়াবহ এ দাবানলে মঙ্গলবার পর্যন্ত ছয় হাজার একরেরও বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি ঘরবাড়ি ইতোমধ্যে গ্রাস করেছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া পুরো এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। ভয়াবহ এ দাবানল রুখতে হেলিকপ্টারের সাহায্যে পানি ছিটানো হচ্ছে। তবে বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুনের ভয়াবহতা আরও মারাত্মক আকার ধারণ করেছে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। ভয়াবহ এ দাবানল নেভাতে গিয়ে এরই মধ্যে বেশ কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ বলছে, রাজ্যটিতে ইতোমধ্যে ১২টি সক্রিয় দাবানল রয়েছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এক দমকল কর্মকর্তা বলেন, শুষ্ক আবহাওয়ার কারণে আগুনের ভয়াবহতা সামনের দিনগুলোয় আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া উচ্চ তাপমাত্রায় কাজ করার কারণে বেশ কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
শুষ্ক আবহাওয়া কারণে অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি অঞ্চলে দাবানলের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।