আন্তর্জাতিক ডেস্ক :
এ বছরের এপ্রিল ও মে মাসেই রাশিয়া থেকে ভারত পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আমদানি করেছে ভারত। রাশিয়া থেকে ভারত ২০২১-২২ অর্থবছরের অর্ধেক আমদানিই করেছে এই দুই মাসে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত রাশিয়া থেকে ভারতের আমদানি ৩ দশমিক ৭ গুণ বেড়ে গিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
ফেব্রুয়ারির পর এ পর্যন্ত ভারত রাশিয়া থেকে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার আমদানি করেছে। ২০২১ সালের একই সময়ের তুলনায় এই পরিমাণ আড়াই বিলিয়ন ডলার বেশি। সবচেয়ে বেশি আমদানি করেছে অপরিশোধিত তেল। এ ছাড়াও আমদানি বেড়েছে সার, ভোজ্যতেল ও কয়লাসহ বিভিন্ন পণ্যের।
২০২২ সালের এপ্রিল ও মে মাসে রাশিয়া থেকে খনিজ জ্বালানি পণ্য আমদানি ছয়গুণ বাড়িয়েছে ভারত। দুই মাসে রাশিয়া থেকে ভারতে শুধু জ্বালানিই এসেছে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারের।
সার আমদানিও ব্যাপকভাবে বাড়িয়েছে ভারত। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়া থেকে আট গুণ অর্থাৎ ৬০৮ মিলিয়ন ডলারের সার আমদানি করেছে ভারত।