শামীম আহমেদ ॥
ভোলায় ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা অঃ রহিমকে গুলি করে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা কৃষকদল ও অঙ্গ সংগঠন।
আজ রোববার বেলা ১১ টায় নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা কৃষক দলের আহবায়ক এইচ, এম. মহসিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকদল সদস্য সচিব সফিউল আলম সাফরুল,যুগ্ম আহবায়ক সবুর খান,মনির হোসেন,মোজাম্মেল হাওলাদার,জাহাঙ্গির হোসেন ও কোতয়ালী কৃষকদল সভাপতি মারুফ আহমেদ, সাধারন সম্পাদক মোঃ রুবেল। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার কৃষকদলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।
এর পূর্বে জেলা কৃষক দল নেতৃবৃন্দের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে দলীয় কার্যলয়ের সমাবেসস্থলে এসে শেষ হয়।