মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আরিফ বেপারী (২৪) ও লিটন সর্দার (৩৮) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর ভেচকী আশিকুড়া সুইজ গেটের উত্তর পাড় রাস্তার ওপর থেকে আরিফ ও লিটনকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী আরিফ উপজেলার উত্তর ভেচকী গ্রামের আলম বেপারীর ছেলে ও লিটন সর্দার দক্ষিন ভেচকী গ্রামের সত্তার সর্দারের ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই সিদ্দিকুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ভেচকী আশিকুড়া সুইজ গেট এলাকায় অভিযান চালিয়ে আরিফ বেপারী ও লিটন সর্দার নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু জানান, মাদক ব্যবসায়ী আরিফ ও লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।