বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দেশে মাছ রফতানিতে আয় ৪ হাজার ২৫০ কোটি টাকা

দেশে মাছ রফতানিতে আয় ৪ হাজার ২৫০ কোটি টাকা

মৎস ও মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ৪ হাজার ২৫০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বি এম কবিরুল হক, মো. শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার, মোছা. শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

বৈঠকে জানানো হয়, গত অর্থবছরে ৭৩ হাজার ১৭১ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানি করে বাংলাদেশ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মৎস্য অধিদফতর কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরে ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, বাস্তবায়ন অগ্রগতি ৯৮.৮৩ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে ৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বৈঠকে উল্লেখ করা হয়, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ২০১৮-১৯ অর্থবছরে দেশের জিডিপির ৩ দশমিক ৫০ শতাংশ এবং কৃষিজ জিডিপির ২৫ দশমিক ৭১ শতাংশ মৎস্য খাতের অবদান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ২০১৮ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে ৩য় এবং চাষকৃত মাছ উৎপাদনে ৫ম। ইলিশ আহরণে বিশ্বে ১ম বাংলাদেশ।

কমিটি প্রাণিসম্পদ অধিদফতরের জন্য প্রয়োজনীয় জনবল সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের প্রধানগণসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech