শামীম আহমেদ ॥
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি ও সুস্থ কামনায় দোয়া-মোনাজাত ও অঅলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার রাতে সদররোডস্থ মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের ২য় তলায় বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে দোয়া-মোনাজাত উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ।
এখানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য আল-আমিন,বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি সজিব কাজী,সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, সহ-সভাপতি নয়ন চৌধুরী,সহ-সভাপতি দিপু,সহ-সাধারন সম্পাদক সাইদুল ইসলাম রাজিব,জলবায়ূ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ,বিএম কলেজ সভাপতি মাজহারুল ইসলাম বাবু,সরকারী হাতেম আলি কলেজ ছাত্রদল সদস্য সচিবআবির হোসেন ছাত্র নেতা মোঃ সুমন প্রমুখ। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মহানগর ছাত্রদল সদস্য হাফেজ মোঃ নাঈম হোসেন।