শামীম আহমেদ ॥
বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড, মুজিবুর রহমান নান্টু ৬৮তম জন্মদিন পালন করেছে বরিশাল জেলা বিএনপি আহবায়ক কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।
রবিবার রাতে সদররোডস্থ জেলা বিএনপি দলীয় ৩য় তালার কার্যলয়ে এ জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নুরুল আমিনের সঞ্চলনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরে এসে দেশ ও মানুষের কল্যানে পাশে দাঁড়াবার কামনা করা সহ আগামী অবৈধ সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে জেলা আহবায়ক এ্যাড,মুজিবুর রহমান নান্ট দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজপথে থাকা সহ তার দীর্ঘায়ূ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল,জেলা বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান গোলাপ,জেলা বিএনপি সদস্য ও সদর উপজেলা বিএনপি টিম লিডার এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না,উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি অঃ মন্নান মাস্টার,সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন প্রমুখ।