জুয়াড়ির অনৈতিক প্রস্তাব গোপন করায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেওয়া আইসিসির নিষেধাজ্ঞার সাজার বিরুদ্ধে সরব হয়েছেন দেশ-বিদেশে অগণিত ভক্ত। এবার তার পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা মৌসুমী।
বুধবার রাতে এক ভিডিও বার্তায় আইসিসির এই সাজার প্রতিবাদ জানান মৌসুমী। একই সঙ্গে সাকিবের পাশে থাকার কথাও বলেন তিনি।
মৌসুমী বলেন, একটা পদ্মা সেতু তৈরি করতে যতটা সহজ, একজন সাকিব আল হাসান তৈরি করা ততটাই অসম্ভব। হাজার হাজার বছর অপেক্ষা করলেও এমন একজন প্লেয়ার তৈরি করা সম্ভব না।
তিনি বলেন, আমাদের মাঝে সেই সাকিবকে পেয়েছি। সে আমাদের দেশের অহংকার। সম্পদ। সেই সাকিব ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে, একজন ভক্ত হিসেবে আমি এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই এই প্রতিবাদ জানাচ্ছি।
সাকিবের পাশে থাকার কথা জানিয়ে মৌসুমী বলেন, সাকিব ফিরে আসো আমাদের মাঝে। কেউ না থাকুক, আমি তোমার সঙ্গে আছি।
তিনি বলেন, আমি জানি, তোমাকে নিয়ে আমার দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তোমার সাথে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, পুরা দেশ তোমার সাথে আছে।