বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ভারতকে হারিয়ে আজ প্রতিশোধ নিতে পারবে তো পাকিস্তান?

ভারতকে হারিয়ে আজ প্রতিশোধ নিতে পারবে তো পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক : 

চলমান এশিয়া কাপের সুবাদে এক সপ্তাহের ব্যবধানে পরপর দুবার ভারত-পাকিস্তানের লড়াই দেখার সুযোগ পাচ্ছে ক্রিকেট ভক্তরা। এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

গত রোববার গ্রুপ পর্বে প্রথম  দেখা হয় ভারত-পাকিস্তানের। ওই ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। সুপার ফোরে এসে সেই হারের বদলা নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছে বাবর আজমের দল। কিন্তু প্রথম ম্যাচের হতাশা ভুলে পাকিস্তান কি পারবে প্রতিশোধ নিতে? সেটা সময় বলে দেবে।

তবে এই ম্যাচ হারলেও দুদলের খুব বেশি ক্ষতি হবে তা নয়। কারণ এই ম্যাচে হেরে গেলেও ফাইনালে যাওয়ার আরও সুযোগ পাবে দুদল। তাই ফাইনালে ওঠার লড়াইয়ের চেয়ে অনেকটা মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে ম্যাচটি।

পাকিস্তান যে এই ম্যাচ জিততে মরিয়া হয়ে আছে সেটা স্পষ্ট মোহাম্মদ রিজওয়ানের কথায়। ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে রিজওয়ান বলেছেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলে ফাইনালে উঠতে চাই। আমাদের সেরা পারফরম্যান্স দেখতে চান সমর্থকরা। মাঠে এ বার সেটা করে দেখাতে ছেলেরা সকলে তৈরি। রোববারের ম্যাচে জয় ছিনিয়ে নিতে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না।’

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহনেয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।

ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুদা ও যুজবেন্দ্রা চাহাল।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech