শামীম আহমেদ ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের বরিশাল জেলায় সভাপতি ও সম্পাদক সহ ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বরিশাল জেলা (দক্ষিণ) ও কেন্দ্রীয় কমিটি।
আজ শুক্রবার (১৬) সেপ্টেম্বর সন্ধায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এক কর্মী সভার মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।
বরিশাল জেলা নবগঠিত তাঁতী দলের সভাপতি এ্যাড,এইচ,এম আনিচুর রহমানের সভাপতিত্বে নবগঠিত কমিটির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মুজিবুর রহমান নান্টু, কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় তাঁতীদলের সমন্বয়ক মোঃ হুমাউন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল,কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, বিভাগীয় টিম কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও মহিউদ্দিন মোহন।
এসময় জাতীয়তাবাদী তাঁতীদলের বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাড, এইচ.এম আনিচুর রহামান,সিনিয়র সহ-সভাপতি মসিউর রহমান লিটন,সাধারন সম্পাদক শাহ আলম কারিকর,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন শরীফের নাম প্রকাশ করে কর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেয় মুজিবুর রহমান নান্টু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।