শামীম আহমেদ ॥
বরিশাল সদর উপজেলা নবগঠিত বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন বলেন, শেখ মুজিব স্বাধিনতার পর দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে ছিল।
এখন তারই কণ্যা অবৈধ নিশিরাতের সরকার শেখ হাসিনা এখন দেশ নামের ঝুড়িটা বিক্রি করে দিয়েছে জোড় করে আরো অবৈধভাবে থাকার জন্য।
এই অবৈধ সরকার শেখ হাসিনা ১/১১ সরকারের সাথে আতাত করে ক্ষমতায় বসে বাংলাদেশটাকে কবরস্থান বানিয়ে সাধারন মানুষের বাক স্বাধিনতা হরন করে ক্ষমতায় বসে আছে।
আই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিনই সরকার পতনের একদফা আন্দোলনে ডাক দেবে সেই মুহুত্ব থেকে ছাত্রদলকে সর্বক্ষণ মাঠে প্রস্তুত থাকার আহবান জানান।
শুক্রবার রাতে সদররোডস্থ জেলা বিএনপি দলীয় কার্যলয়ের তৃতীয় তলায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ছাত্রদলের একঅংশ আহবায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব আল-আমিনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা নবগঠিত বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিমকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও যুবদলের,রাসেদ,শহিদ,ডলার,সুমন,জাকির ও মেহেদী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।