বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কমিটি গঠন

অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারী কলেজসমুহে কর্মরত অনার্স মাস্টার্স শিক্ষকের সংগঠন ” বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ২০২২- ২৩ বছরের কেন্দ্রীয় কার্যকরী কমিটি পূনর্গঠন করা হয়েছে। গতকাল ২৩/০৯/২২ তারিখ অনুষ্ঠিত সাধারণ সভায়  সারাদেশের কলেজ ও জেলা প্রতিনিধিদের মতামতে ভিত্তিতে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। মোঃ মনিরুজ্জামান মোড়লকে  সভাপতি, নাজমুল হুদা সিদ্দিকী কার্যকরী সভাপতি এবং শেখ শামীম আরা সুলতানা সুমীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে ১৮ জন সভাপতি মন্ডলীর সদস্য, ১০ জন সাধারণ সম্পাদক, ১০ সাংগঠনিক সম্পাদক, ৫ জন সম্পাদক, ১০ জন উপদেষ্টা, ১৬ জন সদস্য নিয়ে কার্যকরী কমিটির গঠন করা হয়। এদিকে  গতকাল ২৪/০৯/২২  তারিখ  রাত ৯.০০ ঘটিকায় কার্যকরী কমিটির প্রথম সভা  সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মোড়লের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ শামীম আরা সুলতানা সুমীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি নাজমুল হুদা সিদ্দিকী রাজু।
সভাপতিমন্ডলীর সদস্য মাসুদ করিম সভায় আলোচ্যসূচি উপস্হাপন করার পরে আলোচনায় অংশগ্রহণ করেন সভাপতিমন্ডলীর সদস্য মাহবুবা বেগম, আজিম উদ্দীন সরদার, মোকলেসুর রাহমান মনি,  হামিদুর রহমান, মামুনুর রশীদ, মেহেদী হাসান সুরুজ, মিহির কুমারমন্ডল, রুহুল আমীন, রাকিবুল হাসান,  যুগ্ন সম্পাদক মো. আলমগীর হোসেন, সানোয়ার হোসেন, হুমায়ুন কবীর সুমন, রিপন চন্দ্র তালুকদার, জসীম উদ্দীন, আহমদ উল্লাহ কেন্দ্রীয় নেতা মোঃ ইউনুস শরীফ অপু, রুনী চৌধুরী,  রোকসানা সুলতানা, সাদিয়া  ফারজানা, সানজিদা হাসান, জ্যোতি বিশ্বাস, নাসির উদ্দীন, কে এম বিপ্লব সহ বিভিন্ন বিভাগ ও জেলার অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে
আগামী  ০৩/১০/২০২২ তারিখ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠান এবং  ০৫/১০/২২ তারিখ বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন ও  কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech