রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘে তাইওয়ানকে ঘিরে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছেন। তিনি তাইওয়ানের চারপাশে ওয়াশিংটন ‘আগুন নিয়ে খেলছে’ বলে অভিযোগ করেছেন। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে এ অভিযোগ করেন তিনি। খবর রয়টার্সের।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর যুক্তরাষ্ট্র মস্কোর ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ঘটনা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘ওয়াশিংটন নিষেধাজ্ঞার মাধ্যমে পুরো বিশ্বকে নিজের উঠোনে পরিণত করার চেষ্টা করছে।’
তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রর উত্তেজনা চলছে। গত অগাস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে দুদেশের উত্তেজনা বেড়ে যায়।
পেলোসির সফরের প্রতিবাদে চীন তাইওয়ানে সামরিক মহড়া চালায়। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও সম্প্রতি দুবার বলেছেন, তাইওয়ান চীনের হামলার শিকার হলে মার্কিন বাহিনী তাইওয়ানকে সুরক্ষা দেবে। এরপরই জাতিসংঘে চীনের পক্ষ নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে আগুন নিয়ে খেলার অভিযোগ করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।