শামীম আহমেদ ॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গণতন্ত্র পূর্ণউদ্ধার আন্দোলনের মিছিলে বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বরিশাল জেলা ছাত্রদল রাতে জেলা সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে এক ঝটিকা বিক্ষোভ মিছিল করে।
আজ মঙ্গলবার (২৭) সেপ্টেম্বর রাত ৭টায় নগরীর জেলখানা মোড় থেকে এঝটিকা প্রতিবাদ বিক্ষোভ মিছিল বেড় করে।মিছিলটি সদররোড,বিবিরপুকুর পাড় হয়ে পুনরায় সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ে এসে শেষ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোর্সেদ,আল-আমিন,যুগ্ম সম্পাদক সজল,রাহাত,বি.এইচ আল-আমিন,মেহেদী ও হাসিব।