বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭০৮

হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৭০৮ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল দুই, আর শনাক্ত হয় ৬৭৯ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। এ ছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন, মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৬৩।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় চার হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে চার হাজার ৮২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে দেশে করোনার সংক্রমণ বেশ কয়েকবার ওঠানামা করেছে।

গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার ওমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৮ মার্চে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech