পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামে এক যুবতীকে গণ ধর্ষণের অভিযোগে শুভ শেখ (২২) ও বেল্লাল খান (৩২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত শুভ এর বাড়ি উপজেলার গজালিয়া গ্রামে এবং বেল্লাল এর বাড়ি একই উপজেলার দাউদপুর গ্রামে।
পিরোজপুর সদর থানা সূত্রে জানা গেছে, গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী ওই যুবতী শুভ’র পূর্ব পরিচিত। শুক্রবার রাতে তাকে মোবাইল ফোনে কৌশলে কৈবর্তখালী গ্রামে ডেকে নেয় শুভ। সেখানে একটি বাগানে নিয়ে ৪ যুবককে সাথে নিয়ে ওই যুবতীকে পালাক্রমে ধর্ষণ করে শুভ। পরবর্তীতে সকালে মেয়েটিকে উপজেলার হুলারহাট বন্দরে রেখে চলে যায় সে। এরপর মেয়েটি পিরোজপুর সদর থানায় গিয়ে ধর্ষণের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে শুভ ও বেল্লালকে আটক করে।
ধর্ষণের শিকার ওই যুবতীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
ধর্ষণের ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানান বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম বাদল।