বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সংবাদ প্রকাশের পরে বধ্যভূমিতে জুতা পায়ে সেই ভিডিও মুছে দিলো ইউটিউবার

সংবাদ প্রকাশের পরে বধ্যভূমিতে জুতা পায়ে সেই ভিডিও মুছে দিলো ইউটিউবার

বিডি ক্রাইম ডেস্ক:

‘মোগো বাড়ি বরিশাল’ শিরোনামের ২২ নভেম্বর একটি গান মুক্তি পাচ্ছে। মারজিয়া মিমির ইউটিউব চ্যানেলে ‘Marjia Mimi’ শুক্রবার গানটি মুক্তি পায়।

গানটি প্রকাশের পরে গানটির একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তোলপাড় শুরু হয়েছে।

ওই দৃশ্যে দেখা যায়, মিমির সঙ্গে পারফর্ম করা তাইনুল তানিম, সিয়াম (এসপি ক্রিয়েশন), সৌরভ কুমার এবং ইমটু রামিম জুতা পায়ে মুক্তিযুদ্ধকালে পাক হানাদারদের টর্চার সেল হিসেবে পরিচিত বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বধ্যভূমিতে নাচ করছেন।

জুতা পায়ে বধ্যভূমিতে ওই দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে পোষ্ট করে এক ফেইসবুক ইউজার লিখেছেন, ‘সেলিব্রেটি হলেই শিক্ষিত হওয়া যায়না! তবে আমরা তো আবার চেতনাবাজ, ক্রিকেট খেলায় পাকিস্তানের সাপোর্ট করলে দেশকে অপমান করা হয়, আর বদ্ধভূমির বেদীতে জুতো নিয়ে উইঠা নাচানাচি করলে দেশকে অপমান করা হয়না, ত্রিশ লক্ষ শহীদদের অপমান করা হয়না… অগণিত মানুষের কবরের উপর জুতো নিয়া উইঠা নাচানাচি কইরা সেলিব্রেটি হওয়া যায়… আর ২১ শে ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ, ১৬ ই ডিসেম্বর দেশ রক্ষায় শহীদদের নিয়ে পোষ্ট দিলে আর ফুল দিলেই দেশপ্রেমিক হওয়া যায়…চেতনায় আগুন।’

অন্য এক ফেইসবুক ইউজার লিখেছেন, ‘জুতা পায়ে বধ্যভূমিতে নাচানাচি করাটা খুবই দু:খজনক। প্রশাসনের উচিত এই বিষটির দিকে একটু নজর দেয়া।’

এব্যাপারে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের সভাপতি সৈয়দ মেহেদী হাসান বলেন, এ ধরনের কাজ যারা করেছে তারা এভাবে ছোট ছোট কাজ করে বড় ধরনের অন্যায় করতেও দ্বিধাবোধ করেনা। এরা মূলত সৃষ্টিশীলতা নয় বরং নিজেকে সেলিব্রেটি হিসেবে জাহির করতে যা ইচ্ছে হয় তাই করে। আমি মনে করি এরা সকল মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। এদের অনতিবিলম্বে ক্ষমা চেয়ে এই গান মুছে ফেলা উচিত।

গানটি লিখেছেন সজীব ভুঁইয়া, সুর করেছেন সুপ নাসিফ এবং সংগীত করেছেন আদিব কবীর। গেয়েছেন নিশাত মাহজাবীন ও সুপ নাসিফ।

এদিকে ফেইসবুকেজুড়ে সমালোচনা এবং বিডি ক্রাইম সহ বেশ কয়েকটি গণমাধ্যমে ‘বরিশালে বধ্যভূমিতে জুতা পায়ে পার্টি সং! ফেইসবুক জুড়ে তোলপাড়’ শিরোনামে সবাদ প্রকাশের পরে সেই ভিডিওটি মুছে দিয়েছে মারজিয়া মিমি। তার ইউটিউব আইডি এবং ফেইসবুক পেইজে বধ্যভূমিতে জুতা পায়ের সেই দৃশ্যটি বাদ দিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিয়ে ভিডিওটি আবার আপলোড করেন।

আরিফুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ‘মারজিয়া মিমি পুরো মুক্তিযোদ্ধাদের মারাত্মকভাবে অপমান করেছেন। তিনি তার সেই ভিডিওটি ডিলেট করে নতুন করে আবার ভিডিওটি প্রকাশ করলেও এখন পর্যন্ত তার ভুলের জন্য তিনি এখন পর্যন্ত কোন ক্ষমা চায়নি তিনি।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech