শামীম আহমেদ ॥
বিএনপির শান্তি প্রিয় কর্মসূচিতে বিনা উসকানিতে সরকারী আওয়ামী পুলিশ বাহিনীর গুলিতে আব্দুর রহিম,নুরে আলম,শাওন,শহিদুল ইসলাম শাওন, অব্দুল আলিম সহ বিএনপি নেতাদের গুলি করে হত্য করার প্রতিবাতে তাদের প্রত শ্রদ্ধা জানিয়ে বরিশাল মহানগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বরিশাল নগরীতে মুসলধারের বৃষ্টি মাখায় নিয়ে শোক র্যালি ও সমাবেশ করে। আজ (৬ই) অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় নগরীতে শোক র্যালি করে।
শোক র্যালির পূর্বে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কায়লয়ের সম্মুথে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন মহানগর আহবায়ক মোঃ মনিুরজ্জামান খান ফারুক, এসময় তিনি বলেন এই অবৈধ শেখ হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনের শিঘ্রই ডাক আসতেছে তাই দলীয় নেতা কর্মীরা সর্বক্ষণ প্রস্তুত থেকে নিজ নিজ ওয়ার্ডে দলীয় কর্মসূচি পালন করা সহ রাজপথে থাকার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগাম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, আলতাফ মাহমুদ সিকদার,হাবিবুর রহমান টিপু, আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ,মাকসুদুর রহমান মাকসুদ, ঋভযমষংঠ রভফঠস সধখভ, সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম,আহমেদ জেকি অনুপম,সাইফুল আনাম বিপু, জাহিদুর রহমান রিপন সহ বিভিন্ন সদস্য বৃন্দ।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে কালো পতাকার খন্ড ভন্ড মিছিল নিয়ে দলীয় কার্যলয়ে সমবেত হয়। পরে আহবায়ক ফারুক ও সদস্য সচিব জাহিদের নেতৃত্বে প্রচন্ড মুসলধারের বৃষ্টি মাথায় নিয়ে বিশাল এক শোক র্যালি বেড় হয়।
এসময় প্রথমবারের মত মহানগর বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সদস্যরা প্রথম সারির র্যালির ব্যানারে না থেকে পিছনের সারিতে তারা র্যালিতে অংশ গ্রহন করায় বিভিন্ন শ্রেনির মধ্যে ব্যাপক প্রশ্নের সৃষ্টি করেছে। বেড় হয়া র্যালিটি সদররোড, ফজলুল হক এ্যাভিনিয়,দক্ষিণ চকবাজার ও কাটপট্রি হয়ে পুনরায় দলীয় কার্যলয় এসে শেষ করে।