ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার রাশিয়ান সৈন্যদের ‘জীবন ও নিরাপত্তার’ প্রতিশ্রুতি দিয়ে তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। রেজনিকভ রুশ সেনাদের উদ্দেশে একটি ভিডিওতে তিনি বলেন, ‘আপনি এখনও রাশিয়াকে ট্র্যাজেডি থেকে এবং রাশিয়ান সেনাবাহিনীকে অপমান থেকে বাঁচাতে পারেন।’
ওলেক্সি রেজনিকভ প্রতিশ্রুতি দেন যে, ‘যারা অবিলম্বে লড়াই করতে অস্বীকার করবে আমরা তাদের জীবন, নিরাপত্তা এবং ন্যায়বিচারের গ্যারান্টি দেব এবং যারা অপরাধমূলক আদেশ দিয়েছে, তাদের জন্য আমরা একটি ট্রাইব্যুনাল নিশ্চিত করব।’
রেজনিকভ বলেন, ‘ক্রেমলিনের দ্বারা আপনি প্রতারিত এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।’
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘তাদের পক্ষে আপনাকে বলা সহজ যে, আপনি কাল্পনিক ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বীরত্বের সঙ্গে মারা গেছেন। এটা সত্য যে ন্যাটো দেশগুলো আমাদের অস্ত্র সরবরাহ করছে। কিন্তু, ইউক্রেনের সৈন্যরাই আপনাকে এই অস্ত্র দিয়ে মারছে।’
রেজনিকভ বলেন, ‘ইউক্রেনীয় সৈন্যদের রাশিয়ান জমির প্রয়োজন নেই, আমাদের নিজস্ব যথেষ্ট আছে এবং আমরা সব ফিরিয়ে নিয়ে যাচ্ছি।’
ইউক্রেনীয় সৈন্যরা গত কয়েক সপ্তাহে দেশটির দক্ষিণ ও পূর্বে পাল্টা-অক্রমণে নেতৃত্ব দিচ্ছে এবং বিশাল এলাকা পুনরুদ্ধার করেছে।