শামীম আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল,বরিশাল মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন সহ শ্রমিকদল কেন্দ্রী সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক বসির আহমেদ, বরিশাল মহানগর শ্রমিকদল সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিক,বরিশাল মহানগর সিনিয়র সহ-সভাপতি টি. এম ইউসুপ আলী মন্টু,বরিশাল জেলা শ্রমিকদল সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমির হোসেন সহ সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও স্মরন সভা করা হয়।
আজ শনিবার (১৫) অক্টোবর বিকালে সদররোডস্ধ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল মহানগর শাখা শ্রমিক দলের আয়োজনে অনষ্ঠিত হয়।
মহানগর শ্রমিকদল শাখার আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চলনায় দোয়া- মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ,মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল প্রমুখ।
প্রধান অতিথি মোঃ মনিরুজ্জামান খান ফারুক বলেন, যারা আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে তারাও এক সময়ে আমাদের সাথে এই অবৈধ সরকার হটাও আন্দোলন-সংগ্রামে কাজ করেছে। তারা চলে যাওয়ার কারনে হয়ত এই হায়েনার সরকার পতনের আন্দোলনে দেখে যেতে পারেনি।
তাই আগামী আন্দোলনে প্রতিটি শ্রমিক সদস্য ঐক্যবদ্ধভাবে ৫ই নভেম্বর সরকার পতনের গণ সমাবেশ সফল করার জন্য সকলকে অংশ গ্রহন করার আহবান জানান।
দোয়া-মোনাজাত অনুষ্ঠানে নিহত শ্রমিকদলের নেতৃবৃন্দের পরিবারের সন্তান সদস্যরা অংশ গ্রহন করেন।