ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে এবং ৮৫৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছে ৫২৩ জন এবং রাজধানীর বাইরে ৩৩৪ জন। এ বছর দেশের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ১৫ জনে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ২৬ হাজার ৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৯৩৮ জন। এ পর্যন্ত মারা গেছে ৯৬ জন।