আন্তর্জাতিক ডেস্ক :
জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো রাশিয়ার হামলার ফলে পানি ও বিদ্যুৎ নেই ইউক্রেনে এক হাজার ১০০ শহর ও গ্রামে। ১০ দিন ধরে ওইসব এলাকার মানুষ পানি ও বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছে। মঙ্গলবার এই দাবি করেছে কিয়েভ।
ইউক্রেন সরকারের জ্বালানি সেবার মুখপাত্র ওলেকসান্দ্র খোরানঝি জানান, গেল ১০ দিনে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনের ১৬টি শহরে ১৯০টির মতো বড় হামলা চালিয়েছে রাশিয়া।
তিনি বলেন, ‘এখন দানিপ্রোপেত্রোভস্ক, কিরোভোগ্রাদ, ঝিতোমির, খারকিভ, দোনেৎস্ক, ঝাপোরিঝঝিয়া, লুনাহস্ক, মিকোলেইভ, খেরসন অঞ্চলের ১১৬২টি এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।’
এই হামলায় ৭০ জনের প্রাণ গেছে, আহত হয়েছে আরও ২৪০ জন। এসয়ম ৩৮০টি ভবনে হামলা চালিয়েছে রুশ সেনারা।