আন্তর্জাতিক ডেস্ক :
কৃষ্ণসাগরের আকাশের আন্তর্জাতিক সীমায় টহলে থাকা ব্রিটিশ একটি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। গত ২৯ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বৃহস্পতিবার এই তথ্য জানান।
ব্রিটিশ সংসদে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, এই ঘটনার পর কৃষ্ণসাগরের ওই আকাশসীমায় টহল বাতিল করা হয়। রাশিয়ার কাছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বলেও জানান তিনি।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়ার দুটো এসইউ-২৭ এস যুক্তরাজ্যের অস্ত্রবিহীন আরএএফ আরসি-১৩৫ রিভেট জয়েন্ট বিমানের কাছাকাছি আসে। এরমধ্যে একটি রুশ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
বেন ওয়ালেস জানিয়েছেন, যুক্তরাজ্যের বিমান পুনরায় কৃষ্ণসাগরের আকাশে টহল শুরু করেছে। তবে এখন সঙ্গে যুদ্ধবিমান প্রহরী হিসেবে রয়েছে।
এই ঘটনা নিয়ে রাশিয়া জানায়, কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছিল।