পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারই উন্নয়নবান্ধব সরকার। দক্ষিণাঞ্চলে সিংহভাগ উন্নয়নই হয়েছে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ।
আজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস, মহিলা বিষয়ক সম্পাদিকা আইরিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক হোসেন মোল্লা, যুগ্ন-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, প্রচার সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া প্রমূখ। ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, চরাদি ইউপি মোঃ শফিকুল ইসলাম, দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান আবুল বাশার শিকদার, দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল, নলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান, ভরপাশা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, পাদ্রিশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু সভাপতি ও মেয়র লোকমান হোসেন ডাকুয়া দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।