আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল সাহেব কোথায় শুয়ে আছেন? টাকার বস্তার ওপরে শুয়ে শুয়ে মির্জা ফখরুল ইসলাম কত স্বপ্ন দেখেন। টাকারে টাকা, কত টাকা! রাস্তা ঘাটে মহল্লায় মহল্লায় টাকা। স্বপ্ন দেখেন চট্টগামে লাখ লাখ লোক হয়েছে। বাস্তব দেখতে চাইলে চট্টগ্রাম চলে আসবেন, দেখা হবে। ১০ লক্ষ লোকের উপস্থিত হবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
কাদের বলেন, ‘রংপুরে একটি সমাবেশ হচ্ছে, আপনারা কী জানেন? কত রঙ্গ দেখাইলা জাদু। কত রঙ্গ দেখাইলা , কত রঙ্গ দেখাইলা। রংপুরের কত নাটক, কত জন শুয়ে আছে। মাঠে, রাস্তায়, স্টেজে, রাস্তার ওপরে, নিচে।
কাদের বলেন, ‘খেলা হবে। ভোট চোরদের বিরুদ্ধে খেলা হবে, আগুন নিয়ে যারা খেলে তাদের সঙ্গেও খেলা হবে। ভুয়া ভোটার, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে। এ ছাড়া, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলা করে, তাদের সঙ্গেও খেলা হবে।’
দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জে পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন