বরিশালে পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের জন্মদিন উপলক্ষে মিলাদ-দোয়া-মোনাজাত সহ দৃষ্টি প্রতিবন্ধি শিশুদের মাঝে বিতরন করেছে বরিশাল মহানগর ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (২৬ই) নভেম্বর আছর বাদ নগরের আমতলামোড়স্থ শিশু সদন (বালক) কম্পাউন্ডের দৃষ্টি প্রতিবন্ধি স্কুল মসজিদে অনুষ্ঠিত হয়।
এসময় মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি আল আমিন শেখ, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক আসিফ মাহমুদ হিমু, সাবেক যুগ্ম আহবায়ক কবির চৌধুরী সহ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সদস্যরা অংশ গ্রহন করে।
পরে মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধি শিশুদের মাঝে মিষ্টি বিতরন করে মহানগর ছাত্রলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন।