বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে খণ্ড খণ্ড সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে আসছেন দলটির নেতা-কর্মীরা।
আজ শনিবার নগরীর বিভিন্ন সড়কে বিএনপির একাধিক মিছিল দেখা গেছে। বরিশালের ১০টি উপজেলা থেকে শুরু করে বিভাগের আরও পাঁচ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসছেন। কারও হাতে ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। নেতা-কর্মীরা দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন।
এদিকে শুক্রবার রাত থেকে বরিশাল বিভাগীয় শহর থেকে দূরবর্তী স্থানের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জায়গা করে নেন। তারা রাত থেকে ওই মাঠেই অবস্থান করছেন। এছাড়া যারা নৌযানে অবস্থান করছিলেন তারা সকালে সমাবেশস্থলে এসে নির্ধারিত স্থানে জায়গা করে নিয়েছেন।
বরিশাল বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরীন গণমাধ্যমকে বলেন, ‘নগরীর কালিজিলা, দপদপিয়া, গড়িয়ার পাড় থেকে শুরু করে যতগুলো প্রবেশমুখ রয়েছে, সব স্থান থেকে বিএনপি নেতা-কর্মীরা মিছিল সহকারে মাঠে আসছেন।