বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দুদিন আগেই সরগরম ফরিদপুরে

দুদিন আগেই সরগরম ফরিদপুরে

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত থেকেই নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। স্লোগানে স্লোগানে মুখরিত চারপাশ। মাঠেই চলছে রান্না-খাওয়া। তাঁদের উজ্জীবিত রাখতে কেন্দ্রীয় নেতারা ঘুরে ঘুরে কথা বলছেন নেতাকর্মীদের সঙ্গে। কাল বাদে পরশু শনিবার কোমরপুরের আব্দুল আজিজ স্কুলের এই মাঠে অনুষ্ঠিত হবে গণসমাবেশ।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় আসতে শুরু করে।  সন্ধ্যায় বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। ফরিদপুরের বাইরের জেলা গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর থেকে প্রচুর নেতাকর্মী এসেছেন সেখানে।

জানা গেছে, আগামীকাল শুক্রবার জুমার নামাজও তাঁরা মাঠেই আদায় করবেন।

সরেজমিনে দেখা গেছে, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের আপ্যায়ন কমিটির পক্ষ থেকে মাঠের পাশেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে বিলি হচ্ছে তিনবেলার খাবার।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘সরকার বিএনপির ভয়ে ভীত। তারা বিএনপিকে ভয় পায় বলেই জনসমাবেশকে প্রতিহত করতে চায়। সরকারের প্রতিরোধ কোনোভাবেই বিএনপি নেতাকর্মীকে আটকাতে পারবে না।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech