বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তত্ত্বাবধায়ক সরকার কি মামাবাড়ির আবদার?

তত্ত্বাবধায়ক সরকার কি মামাবাড়ির আবদার?

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কি মামাবাড়ির আবদার? তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। মির্জা ফখরুল সাহেব বসে আছেন টাকার বস্তার ওপর। আগুন নিয়ে খেলছেন, সন্ত্রাস নিয়ে খেলছেন। সামনে বিজয়ের মাস ডিসেম্বর, খেলা হবে।

আজ রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখন আমাদের আপনি থেকে তুমি বলতে শুরু করেছেন। শেখ হাসিনার উন্নয়ন দেখে সহ্য হয় না বিএনপির। জ্বালা শুরু হয়ে গেছে। পদ্মা সেতু হয়ে গেল। দেশে উন্নয়ন আর উন্নয়ন দেখে জ্বালা ধরে গেছে। হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে আন্দোলন করছে বিএনপি। টাকা ওড়ে আকাশে—টাকা ওড়ে বাতাসে। বাণিজ্য শুরু হয়ে গেছে।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছেন, ‘যেভাবে লাফালাফি করছেন, আগুন নিয়ে খেলছেন, সন্ত্রাস করছেন, তা হবে না। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তারেক জিয়ার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করব না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। সেই দণ্ডপ্রাপ্ত নাকি তাদের নেতা হবে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘প্রস্তুত থাকুন। খেলা হবে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, ‘এ দেশে যা কিছু অর্জন হয়েছে, তার সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। বিএনপি উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার পাঁয়তারা করছে।’

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মাঠে আজ সকাল সাড়ে ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এর আগে জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। বর্ণিল সাজে সাজানো প্যান্ডেলে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাতে থাকেন। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনা, স্থানীয় আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট ইসমাইল হোসেন প্রমুখ।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক সাইদুল করিমের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

সাড়ে সাত বছর পর অনুষ্ঠিত হয় এ সম্মেলন। সবশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নেতারা আগামীকাল সোমবার জেলা শহরের মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech