বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গণস্বাক্ষরতা অভিযান এর উদ্যোগে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেন,দেশে প্রতিবছর পানিতে ডুবে প্রায় ১৯ হাজার মানুষের মৃত্যু হয়।এর মধ্যে ৫ বছরের কম ১০ হাজার শিশুর মৃত্যু হয়।তাই পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ করতে না পারলে বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কাঙ্খিত পর্যায়ে হ্রাস করা সম্ভব নয়। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ বিগত দশকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার হ্রাস করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও এখনও এই বয়সী শিশুদের মৃত্যুহার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (ঝউএ) ২০৩০-এর তুলনায় অনেক বেশি। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে, এই বয়সী শিশুদের মৃত্যু বিভিন্ন কারণের মধ্যে একটি অন্যতম কারণ হলো পানিতে ডুবে যাওয়া। বিশ্বস্বাস্থ্য সংস্থা ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার হ্রাস করার লক্ষ্যে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ করাকে একটি অন্যতম কৌশল হিসেবে নির্ধারণ করেছে।সর্বোপরি পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে হলে আমাদেরকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করতে হবে।নিজেদেরকে সচেতন হতে হবে।শিশুদের প্রতি আরো যত্নবান হতে হবে।শিশুদেরকে সাতার শিখাতে উদ্ধুদ্ধ করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, শিশুদেরকে বাসা,বাড়ীতে একা রাখা যাবেনা,সার্বক্ষণিক তাকে নজরদারিতে রাখতে হবে।শিশুদেরকে লাইফ স্কিল শিখাতে হবে এ জন্য প্রি প্রাইমারী থেকে তাদের দক্ষতা বৃদ্ধির প্রতি নজর দিতে হবে।কিভাবে ব্রাশ করতে হয়,কিভাবে রাস্তা পার হতে হয়,কিভাবে খেতে হয় এসব কিছু শেখাতে হবে।শিশুর প্রতি পরিবারের সদস্যদের আরো সচেতন হতে হবে।

বিশেষ অতিথি ছিলেন,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রিন্টু,চীফ ইউনিসেফ বরিশাল এ.এইচ তৌফিকুল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা কে,এস,এম মহিউদ্দিন মানিক, বীর প্রতীক,বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই,বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস,সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল এর ম্যানেজার মোঃ আব্দুল হালিম।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য সম্বন্ধে ধারণা প্রদান করেন গনসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড.মোস্তাফিজুর রহমান,পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক মুল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল হেলথ এর কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস।

এছাড়াও কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,এনজিও প্রতিনিধি,সুধীজন,সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মী বৃন্দ।

 

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech