উজিরপুর প্রতিনিধি॥ ২৯ নভেম্বর আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষ্যে ও বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের জাতিগত নিধনের প্রতিবাদে জাকের পার্টির দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশালের উজিরপুরে জাকেরপার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট বরিশাল বিভাগের উদ্যোগে বিশ্বওলী খাজা ফরিদপুরী কমপ্লেক্সে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান ও ঢাকা-বরিশাল মহাসড়কে শান্তিপূর্ণ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগের সভাপতি নাজমুল হক মুন্না, বরিশাল জেলা কমিটির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, গৌরনদী উপজেলা কমিটির সভাপতি মোঃ সুলতান হোসেন, স্থানীয় প্রবীণ জাকের মোঃ মকবুল হোসেন চৌকিদারসহ জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।