পিরোজপুর প্রতিনিধি॥ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের নবীন ও প্রবীনদের সমন্বয়ে আমাদের কমিটিগুলো গঠন করতে হবে। আমরা কাউকে তারিয়ে দিবো না।
কারণ আজকে ক্ষমতায় আছি কালকে নাও থাকতে পারি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলকে সব সময় শক্তিশালী রাখতে হবে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় পিরোজপুরের নাজিরপুরে স্থানীয় আওয়ামীলীগের এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগের একটা সুবিধা আছে প্রতিটি কর্মী একজন নেতার দায়িত্ব পালনের যোগ্যতা রাখে। আপনারা দেখতে পারবেন অনেক দলের নেতা যে আছে তাদের কর্মীরও কোনো যোগ্যতা নাই। আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা কাদা ছোড়াছোড়ি, হানাহানি, কারো সমলোচনা করা থেকে বিরত থাকুন।
এসময় নাজিরপুর আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।