আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানে গত ১৫ দিনে তীব্র শীতে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে , এক দশকের মধ্যে সবচেয়ে কনকনে শীতে ইতোমধ্যে প্রায় ৭০ হাজার গবাদিপশু মারা গেছে।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখুন্দ বলেছেন, দেশের অনেক এলাকা এখন তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজ পরিচালনার জন্য হেলিকপ্টার পাঠানো হয় কিন্তু পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার নামতে পারেনি।
আগামী ১০ দিনের আবহাওয়া পূর্বাভাসে দেশটির তাপমাত্রা বাড়বে বলে জানান তিনি। মানুষ ও গবাদিপশুর মৃত্যু বাড়তে থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।