বরগুনা ॥ বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী বাংলাদেশ সেবাশ্রমের মহানাম যজ্ঞানুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে শেষ হচ্ছে। অনুষ্ঠানের সাথে সম্পৃক্তদের নিকট জানা গেছে দেশের সকলের মঙ্গল কামনায় প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী ( এম এ ট্রিপল, সপ্ততীর্থ) এর ১০তম তিরোধান দিবস উপলক্ষে গত ১ ডিসেম্বর অধিবাস , শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনার মধ্যে দিয়ে শুরু হয়। এতে বাংলাদেশের খ্যাতিসম্পন্ন ৬টি কির্ত্তনীয়া সম্প্রদায় অংশ গ্রহণ করে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
বাংলাদেশ সেবাশ্রমের অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র হাওলাদার ও মিলন গোমস্তা দেশের সকলের শান্তি ও মঙ্গল কামনা করছেন।