সাত দশমিক ৮ মাত্রার রেশ না কাটতেই তুরস্কে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ। দেশটির স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ২৪ মিনিটে কাহরামানমারাস প্রদেশের এলবিস্তানে এই ভয়াবহ ভূমিকম্প হয়। খবর বিবিসির।
এর আগে সোমবার ভোরে উত্তরের শহর গাজিয়ানটেপে সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গাজিয়ানটেপ থেকে এলবিস্তানের দূরত্ব ৮০ মাইল।
এদিকে, ভূমিকেম্প তুরস্কে এ পর্যন্ত ৯১২ এর বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, প্রতিবেশী দেশ সিরিয়ায় ৪৭০ জন নিহতের তথ্য জানিয়েছে বিবিসি।