ঝালকাঠির রাজাপুর সদরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এ আগুনের সূত্রপাত।
জানা গেছে, বসতঘরটিতে প্রয়াত ইসরাইল হাওলাদারের তিন ছেলে অহিদ সাইফুল, শহীদ ও তৌহিদ তাদের পরিবারসহ বসবাস করেন।
অহিদ সাইফুল জানান, সন্ধ্যায় তিনি নামাজ পড়ে ঘরে একটি ডিম লাইট জ্বালিয়ে বাইপাস এলাকার যান। অন্যান্যরা বেড়াতে যাওয়ায় ঘরে কেউ ছিল না। পরে ঘরে আগুন লাগার খবর পেয়ে তিনি আসেন।
আগুনে পুড়ে মালামাল ও ঘরসহ কমপক্ষে ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন অহিদ।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল জলিল জানান, তারা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মূল ঘরটি পুড়ে যায়। তবে ঘরের পেছনের অংশ এবং আশপাশের ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।