আন্তর্জাতিক ডেস্ক :
উচ্চ মূল্যস্ফীতি ও ভূরাজনীতিতে উত্তেজনা বাড়ায় বিশ্বের অনেক দেশ স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। পিছিয়ে নেই চীনও। চলতি বছরের মার্চে অর্থাৎ ধারাবাহিকভাবে পাঁচ মাসের মতো মূল্যবান ধাতুটির মজুদ বাড়ালো দেশটি।
খবরে বলা হয়েছে, দ্য পিপলস ব্যাংক অব চায়না মার্চে স্বর্ণের মজুদ বাড়িয়েছে ১৮ টন। এতে ব্যাংকটির মোট মজুদ দাঁড়িয়েছে ২ হাজার ৬৮ টনে। মার্চের আগের চার মাসে মজুদ হয় ১০২ টন।
বিশ্ব গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্বর্ণের চাহিদা বাড়ে। এ বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি স্বর্ণ কেনে তুরস্ক, চীন এবং কাজাখস্তান।
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়। এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ডলার ছাড়িয়ে গেছে। এক বছরের বেশি সময় পর সোনার আউন্স দুই হাজার ডলারের ওপরে উঠলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধার পর গত বছরের মার্চে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়েছিল। এরপর এই প্রথম দামি এই ধাতুটির দাম আবার ২ হাজার ডলার স্পর্শ করলো।
গত ৩ এপ্রিল লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯৯০ ডলারে উঠে যায়। পরের কার্যদিবস ৪ এপ্রিল তা আরও বেড়ে ২ হাজার ২৪ ডলারে ওঠে। পরের কার্যদিবস ৫ এপ্রিলও স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এতে ৫ এপ্রিল লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৩২ ডলারে উঠে যায়।