আন্তর্জাতিক ডেস্ক :
শুধু বাংলাদেশই নয়, গরমে পুড়ছে পশ্চিমবঙ্গও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পয়লা নববর্ষের দিন কলকাতাসহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহ বইতে পারে। এরই পাশাপাশি আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
বলা হয়েছে, চৈত্র মাসের শেষের ক’দিন মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে আবহাওয়া। রাজ্যের জেলায়-জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা বাদে বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
পাশাপাশি আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি চলতে পারে।