বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

এবারের বাজেট কত হবে, আভাস দিলেন প্রধানমন্ত্রী

এবারের বাজেট কত হবে, আভাস দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :

আর একদিন পর আগামী ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা হবে নতুন অর্থবছরের বাজেট। নতুন বাজেট নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এবারের বাজেট কত হবে তার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সরকারপ্রধান বলেছেন, ‘এবারের বাজেটের আকার হবে সাত লাখ কোটি টাকার বেশি।’

আজ মঙ্গলবার (৩০ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আগামী ১ জুন নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে জাতীয় সংসদে। এবারের বাজেটের আকার হবে সাত লাখ কোটি টাকার বেশি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এই কারণেই বিদ্যমান অগ্রগতি সম্ভব হয়েছে। আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে, যার ফলে বাংলাদেশে আজ স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অনেক ঝড় এসেছে, এতে কোনো সন্দেহ নেই। অনেক প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। তবুও আমি বলব, দেশ যখন স্থিতিশীল থাকবে, দেশে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা থাকবে, তখনই দেশ সমৃদ্ধ হতে পারবে।’

বর্তমান আওয়ামী লীগ সরকারের সঙ্গে তৎকালীন বিএনপি আমলের উন্নয়ন কর্মকাণ্ডের তুলনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি শাসনামলে ২০০৬ সালে বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের দেওয়া গত অর্থবছরের বাজেট বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ কোটি টাকা। ২০০৬ সালে বিএনপি আমলে জিডিপির আকার ছিল মাত্র ৬০ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে তা ৪৬৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০০৬ সালে মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার, যা ২০২২ সালে দুই হাজার ৮২৪ ডলারে উন্নীত হয়েছে। বিএনপির আমলে জনসংখ্যার গড় আয়ু ছিল ৫৭ বছর। তা বেড়ে এখন ৭৩ বছর হয়েছে।’

ওআইসির মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর হোসেন ব্রাহিম তাহার সভাপতিত্বে সমাবর্তনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech