ডেস্ক রিপোর্ট :
খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দুই সিটির ২-৩টি কেন্দ্র ছাড়া বাকিগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। আজ সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে। বরিশালে মোট কেন্দ্র রয়েছে ১২৬টি আর খুলনায় রয়েছে ২৮৯টি। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দুই সিটিতেই এগিয়ে আছে নৌকা।
বিকেল ৬টা ৪১ পর্যন্ত প্রাপ্ত ফলাফল : বরিশালে ১০৮ কেন্দ্রে নৌকা পেয়েছে ৭৫,৮৫২ ভোট, হাতপাখা ২৯,৫৫১ ভোট; খুলনায় ৬৫ কেন্দ্রে নৌকা পেয়েছে ২৯,৭২৪ ভোট, হাতপাখা ৮,০৯১ ভোট।